কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার
চৌদ্দগ্রামে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে আনুমানিক ৪৫ বছর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে দৌলবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ফরিদুজ্জামানসহ কয়েকজন জানান, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে যাওয়ার সময় সেখান পড়ে থাকা একজন পুরুষের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু নাকি হত্যাকাণ্ড।’