সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও মোহাম্মদ সায়েম আহমদ (১৪) নামে দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ফেঞ্চুগঞ্জ থানাধীন ইলাশপুর গ্রামের লিচু মিয়ার বাড়ির পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার মোহাম্মদপুর গ্রামের মাশুক মিয়ার ছেলে এবং সায়েম একই গ্রামের শওকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন দুই যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি নোহা মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলআরোহী নিহত হন। তবে মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মাইক্রোবাসকে আটকের চেষ্টা চলছে।’