সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু

‘বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে বিমানবন্দরে এ সেবা চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাইয়ে আওতায় আনা হবে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবার উদ্বোধন
বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবার উদ্বোধন |নয়া দিগন্ত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিটিসিএলের ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তবে বর্তমানে এ সেবা শুধুমাত্র বিদেশগামী যাত্রীদের জন্য। আগামী কয়েক দিনের মধ্যে পুরো বিমানবন্দর এলাকায় সবার জন্য ফ্রি ওয়াইফাই সেবা পুরোদমে চালু করা হবে।

আনুষ্ঠানিক উদ্বোধনকালে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে বিমানবন্দরে এ সেবা চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাইয়ে আওতায় আনা হবে।’

উদ্বোধনকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাথর লুটকাণ্ডের ঘটনায় সমালোচনার মুখে সিলেটের জেলা প্রশাসক শের মো: মাহবুব মুরাদকে প্রত্যাহার করে মো: সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়। জেলা প্রশাসক পদে যোগদানের পর থেকে মো: সারওয়ার আলম সিলেটের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ধারাবাহিকভাবে সেগুলো সমাধানের চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।