মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব

‘এবারের নির্বাচন হবে অন্যান্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়ন হবে কি-না, এমন প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই। কারণ, জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোই এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সনদ বাস্তবায়নের দায়ভার তাদেরই।’

Location :

Jhalokati
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার |নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে গণভোটে সংক্ষিপ্ত রূপ অন্তর্ভূক্ত করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় প্রদানের মধ্য দিয়েই ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় নিশ্চিত করা সম্ভব।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচন হবে অন্যান্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়ন হবে কি-না, এমন প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই। কারণ, জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোই এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সনদ বাস্তবায়নের দায়ভার তাদেরই।’

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, ‘ঝালকাঠির গর্ব, শহীদ ওসমান হাদি নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তার সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হলে এবারের নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু, অবাধ ও সুন্দর করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মো: মমিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আলম হোসেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, এনসিপি সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী, ছাত্র প্রতিনিধি রাইয়ান বিন কামাল ও শাহিমা আক্তার।

সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা।

ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এই গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণমূলক সুধী সমাবেশের আয়োজন করে।