বরগুনার বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) সকালে বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাই স্কুল রোডের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা রয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, ‘বেতাগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’