রোবট আবিষ্কার করে বিশ্বমঞ্চে স্বর্ণপদক জয় দর্শনার জিহাদের

সম্প্রতি ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনে (আইওয়াইএসএ) অংশ নিয়ে রোবট আবিষ্কারের মাধ্যমে অর্জন করেছেন স্বর্ণপদক।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
বামে স্বর্ণপদকপ্রাপ্ত জিহাদ
বামে স্বর্ণপদকপ্রাপ্ত জিহাদ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের সন্তান জাহিদ হাসান জিহাদ। বিদেশের মাটিতে উড়িয়েছেন দেশের পতাকা। সম্প্রতি ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনে (আইওয়াইএসএ) অংশ নিয়ে রোবট আবিষ্কারের মাধ্যমে অর্জন করেছেন স্বর্ণপদক। তার এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে উপজেলাবাসী।

জানা যায়, জিহাদ বর্তমানে দর্শনা সরকারি কলেজে এইচএসসি অধ্যয়নরত। তিনি পরানপুর গ্রামের জয়নাল আবেদিন ও পূর্ণিমা বেগমের সন্তান।

এদিকে ছেলের এ সাফল্যে বাবা-মা আবেগাপ্লুত হয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন। জিহাদ যেন আরো বড় সাফল্যের স্বপ্ন পূরণ করতে পারেন সেই চাওয়া তাদের।

স্থানীয়রা জানায়, জিহাদ শুধু দর্শনার নয় এখন পুরো বাংলাদেশের গর্ব। বিদেশের মাটিতে তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন। ভবিষ্যতে আরো বড় অর্জন নিয়ে তিনি দেশের মুখ উজ্জ্বল করবে সেই প্রত্যাশাই করি।

অনুভূতি প্রকাশ করে স্বর্ণপদকজয়ী জিহাদ জানান, ‘বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তার বিশেষ আগ্রহ শৈশব থেকেই। রোবট তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পাওয়া তার জীবনের বড় অনুপ্রেরণা।’

তিনি বলেন, ‘আমার লক্ষ্য একদিন বিশ্বমানের বিজ্ঞানী হওয়া। বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।‘

এদিকে জিহাদের এ সাফল্য প্রমাণ করে একটি ছোট শহরের স্বপ্নবাজ তরুণও বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তার এ অর্জন দর্শনা ও চুয়াডাঙ্গার সীমা ছাড়িয়ে আজ গোটা বাংলাদেশের গর্বের গল্প হয়ে উঠেছে।