শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল শুরু করে দেওয়ানহাট মোড়ে সমাবেশে মিলিত হয়।
নগর উত্তর সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ আলী ও নগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
সমাবেশে বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



