ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল

একজন প্রার্থীকে লক্ষ্য করে হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর শহরের মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানা সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান, সোবহান মজুমদার ও ছাত্র দল নেতা ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, একজন প্রার্থীকে লক্ষ্য করে হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।