সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (খোকন) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন তিনি।
নিহত ফরহাদ (৪৫) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের মরহুম দুলাল মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা: মো: দ্বীন ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের চাচাত ভাই মেহেদী হাসান রাকিব জানান, শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৯টার দিকে ফরহাদ হাসান সানী ও তার ছোট ভাই রিটনসহ আরো একজন কোম্পানির ডিউটি শেষ করে প্রাইভেটকার চালিয়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ রাস্তার মাঝখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সাথে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়েমুচকে যায়। এতে ফরাহাদ হাসান সানী গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে শহরের প্রিন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা: মো: দ্বীন ইসলাম মিঠু বলেন, ‘আমার বড় ভাই দীর্ঘ ২২ বছর যাবত সৌদি আরবে থাকতেন। আমার মা-বাবা বেঁচে নেই। আমাদের পরিবারে তিনিই বড় ছিলেন।’
দুতাবাসে যোগাযোগ করে তার লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।