রূপগঞ্জে নবজাতকসহ ২ জনের লাশ উদ্ধার

নিহত দেলোয়ার হোসেনের দেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নবজাতক শিশু ও দেলোয়ার হোসেনের লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পৃথক স্থান থেকে এক নবজাতক ও এক গাড়িচালকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈইসার এলাকা থেকে অজ্ঞাত নবজাতক মেয়ে শিশুর এবং পূর্বাচল উপশহরের ৪০৪ নম্বর সড়কের ৮ নম্বর প্লট নীলা মার্কেট এলাকা থেকে দেলোয়ার হোসেন নয়ন (৪৬) নামের এক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ সদর থানাধীন শোলাকিয়া এলাকার আবু সাঈদের ছেলে। দেলোয়ার হোসেনের হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। তার প্যান্টের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে।

অপরদিকে, নবজাতক শিশুর পরিচয় পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, নিহত দেলোয়ার হোসেনের দেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নবজাতক শিশু ও দেলোয়ার হোসেনের লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।