কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ডাকাতরা খুব দ্রুত সবকিছু ছিনিয়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর শুরু করে। আমার স্ত্রী ও সন্তানদেরও ছাড়েনি।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি |নয়া দিগন্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে নিখিল কর্মকারের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, সাত থেকে আটজনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরের সদস্যদের আটকে রেখে অমানবিকভাবে মারধর করে। নিখিল কর্মকারকে বেধড়ক মারধরের পর তিনি অচেতন হয়ে পড়লে ডাকাতরা মশারি দিয়ে তার হাত-পা বেঁধে ফেলে। পরে তার স্ত্রী ও দুই সন্তানকেও মারধর করে প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, সম্প্রতি উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী নিখিল কর্মকার সাংবাদিকদের বলেন, ‘ডাকাতরা খুব দ্রুত সবকিছু ছিনিয়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর শুরু করে। আমার স্ত্রী ও সন্তানদেরও ছাড়েনি।’

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

তিনি বলেন, ‘পূর্ব শত্রুতার জেরেও এ ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’