নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি বিকাশের সেলসম্যান মারুফের

ঢাকার দোহার উপজেলায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি বিকাশের সেলসম্যান মারুফ হোসেনের।

শওকত আলী রতন, দোহার (ঢাকা)

Location :

Dohar
নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি বিকাশের সেলসম্যান মারুফের
নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি বিকাশের সেলসম্যান মারুফের |নয়া দিগন্ত

ঢাকার দোহার উপজেলায় নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি বিকাশের সেলসম্যান মারুফ হোসেনের (৩০)। মঙ্গলবার দুপুরের পর থেকে নিখোঁজ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় দোহার থানায় একটি জিডি করা হয়েছে। মারুফ উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

ঘটনার দিন রাত ১১টার দিকে নিখোঁজের মারুফের ছোট ভাই রায়হানের ফোনে অজ্ঞাত এক ব্যক্তি কল দিয়ে জানায় বিষয়টি নিয়ে বারাবারি করলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দেয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ বিকাশের সেলসম্যান হিসেবে কাজ করতে নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধ এলাকায়। মঙ্গলবার সকাল ৮টার দিকে উত্তর জয়পাড়া নিজ বাড়ি থেকে জয়পাড়া ডাকবাংলো রোডে অবস্থিত বিকাশের অফিস হয়ে ৩ লাখ টাকা নিয়ে ব্যবসায়িক কাজের জন্য বেড়িবাঁধের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বেড়িবাঁধ এলাকায় বিকাশের অ্যাজেন্টদের সাথে লেনদেন করে পাশের বান্দুরার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার সন্ধার পর নিখোঁজ মারুফের বাবা মনোয়ার হোসেন এ ব্যাপারে দোহার থানায় একটি সাধারণ ডাইরি করেন।

নিখোঁজ মারুফের স্ত্রী মোহনা আক্তার বলেন, ‘সকাল ১১টার দিকে সর্বশেষ আমার সাথে কথা হয়। কাজ শেষ করে বাড়ির ফেরার কথা জানালো দুপুর ১টার দিকে পুনরায় ফোন দিলে ফোনটি নিয়মিত বন্ধ পাওয়া যায়।

মারুফের ছোট ভাই রায়হান জানান, ঘটনার দিন রাতে একটি মোবাইল নম্বর থেকে আমাকে ফোন দিয়ে হুমকি দেয় যে, মারুফের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে ফলাফল ভালো হবে না। বিষয়টি আমি দোহার থানা পুলিশকে অবগত করার পরও আমার ভাইকে উদ্ধারের তেমন তৎপর দেখা যায়নি।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, বিষয়টি নিয়ে থানার সেকেন্ড অফিসার কাজ করছে। সর্বশেষ ফোন কলটি নবাবগঞ্জে টেচ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।