আমরা একটা সময় হতাশ হয়ে গিয়েছিলাম : ব্যারিস্টার নজরুল ইসলাম

‘‘এখন আমরা মুখ খুলে কুরআনের কথা বলতে পারছি। আল্লাহ আমাদের একটি বড় সুযোগ দিয়েছে, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের আমাদের রায় ও মতামতের ভিত্তিকে যেন কুরআনের আলোকে একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে পারি।’’

শওকত আলী রতন, দোহার (ঢাকা)

Location :

Dohar
ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ব্যারিস্টার নজরুল ইসলাম
ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন ব্যারিস্টার নজরুল ইসলাম |নয়া দিগন্ত

ঢাকা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম বলেছেন, দেশে এখন সুন্দর একটা সময় বিরাজ করছে। আমরা একটা সময় হতাশ হয়ে গিয়েছিলাম। বাংলাদেশে এক জালেম শাসক সরকার আমাদের উপর চেপে বসেছিল। আমরা অসহায় হয়ে পড়েছিলাম। আল্লাহর বিশেষ রহমত দ্বারা তাঁর বান্দাদেরকে জালেম সরকারের হাত থেকে রক্ষা করেছেন। এখন আমরা মুখ খুলে কুরআনের কথা বলতে পারছি। আল্লাহ আমাদেরকে আরো একটি বড় সুযোগ দিয়েছে, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের আমাদের রায় ও মতামতের ভিত্তিকে যেন কুরআনের আলোকে একটি সমাজ ও রাষ্ট্র উপহার দিতে পারি।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ঢাকার দোহার উপজেলার রাইপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ কমিটির আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ বি এম কালাম হোসাইন, দোহার উপজেলা সেক্রেটারি নুর এ আলম ঝিলু।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী।