আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর)
নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী।
আজ শনিবার সকালে তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়। এর আগে, শুক্রবার (২০ জুন) গভীর রাতে উপজেলার কালাকান্দর স্লুইচগেট এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় প্রথমে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নাজিরপুর থেকে আরো দু‘জনকে গ্রেফতার করা হয়।
আটক ডাকাতরা হলেন- উপজেলার নাজিরপুর গ্রামের ডাকাত দলের প্রধান সিরাজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), মরহুম কামাল হোসেনের ছেলে কাওসার আহমেদ (২৫), আব্দুল আজিজের ছেলে বিপ্লব হোসেন (২৪), মোবারক আলীর ছেলে মবিদুল ইসলাম (২১), হরদমা গ্রামের রওশন আলীর ছেলে মনিরুল (২৪) এবং কালিনগর পাধোয়া গ্রামের আব্দুল সালামের ছেলে সুরুজ আলী (২১)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাজিরপুর, মামুদপুর, গুরুদাসপুর, কাছিকাটা, বিলসা ও বিলদহর এলাকায় ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তিতে জানা গেছে, তারা ১২টি অটো, ১৫টি ভ্যান এবং ১০টি মোটরসাইকেল চুরি করেছে। এছাড়াও মাছের পুকুরে বিষ দেয়ার হুমকি দিয়ে পুকুর মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। এছাড়া স্থানীয় বিলসা এলাকায় ঘুরতে আসা পর্যটকদেরও তারা টার্গেট করতো।
স্থানীয়রা জানায়, তারা রাতের বেলা মানুষের মোটরসাইকেল, অটো, ভ্যান, সিএনজি ইত্যাদি ছিনতাই ও ডাকাতি করতো। তাদের রিমান্ডে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আসামিদের কারাগারে পাঠানো হবে।