সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী পান্তুমাই এলাকার একটি সবজি ক্ষেত থেকে অবৈধ ভারতীয় একটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) ৪৮ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার মধ্যরাতে গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্ত এলাকায় অভিযান চালায় ৪৮ বিজিবির সদস্যরা। অভিযান চালিয়ে সীমান্তবর্তী শূন্য লাইনের ২০০ গজ ভেতরের সবজি ক্ষেত থেকে একটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। চোরকারবারিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে বিজিবি।
বিজিবি জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে ২৫টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করা হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক নয়া দিগন্তকে জানান, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে যেন কোনোভাবেই এসব অবৈধ অস্ত্র চোরাচালানের মাধ্যমে অস্থিতিশীল করতে না পারে, এ ব্যাপারে বিজিবি সতর্ক রয়েছে।



