পিআরসহ পাঁচ দফা দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনী জামায়াত
ফেনী জামায়াত |নয়া দিগন্ত

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বিক্ষোভটি সোমবার বাদ আসর শহরের কেন্দ্রীয় বড় মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা বাস স্টান্ডে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন দলের জেলা আমির মুফতি আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির এ কে এম শামসুদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুফ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, ছাত্রশিবির শহর শাখার সভাপতি ওমর ফারুক ও জেলা সভাপতি আবু হানিফ হেলালসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি আব্দুল হান্নান বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে দ্বীন প্রতিষ্ঠার বাংলাদেশ। আমরা স্পষ্ট বলতে চাই, জামায়াতে ইসলামী যে পাঁচ দফা দাবি দিয়েছে, তা মানতে হবে। পিআর নির্বাচন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে আগামী নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। বাংলাদেশের জনগণ জামায়াতে ইসলামীকে ক্ষমতার মসনদে দেখতে চায়। তরুণ প্রজন্ম দাঁড়িপাল্লাকে বেছে নেবে। এ ফেনী জেলা জামায়াতে ইসলামীর ঘাঁটি। এ ফেনী দাঁড়িপাল্লার ঘাঁটি।’