অসহায় ও জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে বসবাসের জন্য নতুন পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার চিনিপাড়া এলাকায় নির্মিত এ দৃষ্টিনন্দন ঘরটির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম চানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুন মানবেতর জীবনযাপন করছিলেন। নিজস্ব একটি বসতঘর তার ছিল না। বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যোগে নতুন পাকা ঘর পেয়ে তার জীবনে স্বস্তি ফিরেছে এবং জীবনযাত্রার মানও উন্নত হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা মানবিক ও সামাজিক দায়িত্ব।
মানবিক এই উদ্যোগের প্রশংসা করছেন এলাকাবাসী। তারা মনে করেন, এমন সহযোগিতা অসহায় মানুষের জীবনে নতুন আশা জোগায়।



