বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, জুলাই ২৪ এ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে দুর্বার গণআন্দোলন গড়ে ওঠেছিল, তার নেতৃত্ব ছিল তরুণ-যুবকদের হাতে।’
শুক্রবার (২২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আয়োজনে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ১৬ বছর খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করে, কর্মসূচির পর কর্মসূচি দিয়ে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছিল, খুনি হাসিনার পতন ঠেকাতে পারে নাই। তখনই ত্রাণকর্তা হিসেবে এদেশের তরুণ-যুবকরা রাজপথে নেমে আসলো। তাদের নেতেৃত্বে সারা বাংলাদেশের আপামর জনতা একত্রিত হলো এবং এমন এক অভ্যুস্থান সংগঠিত হলো, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনা শুধু নিজেই পালিয়ে যায়নি, তার মন্ত্রী এমপিরা পালিয়েছে। এমনকি বায়তুল মোকারমের খতিব পর্যন্ত পালিয়েছে। এভাবেই তরুণরা যুগে যুগে আমাদের পথ দেখিয়েছে। আমাদের পরিবর্তনের বড় সূতিকাগার হিসাবে ভুমিকা পালন করেছে।‘
তিনি বলেন, ‘আগামী দিনে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তরুণ-যুবকরা আমাদেরকে দেখিয়েছে, তা বাস্তবায়নের মূল কারিগরের ভূমিকা তরুণ যুবকদেরকেই পালন করতে হবে। আগামী নির্বাচনে প্রায় ১২ কোটি ভোটারের মধ্যে প্রায় চার কোটি ভোটারই হলো তরুণ-যুবক। যারা বিগত ১৬ বছরে একটি বারের জন্য ভোট দিতে পারে নাই। সুতরাং আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা কাদের হাতে যাবে তা এই তরুণ যুবকরাই নির্ধারণ করবে।’
তিনি আরো বলেন, ‘আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোষণমুক্ত নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সুদ, ঘুষ, দুর্নীতি থাকবে না। সন্ত্রাস, চাদাবাজি এবং টেন্ডারবাজি থাকবে না, এ ধরনের শান্তিময় নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। সে জন্য আপনাদেরকে মূল ভূমিকা পালন করতে হবে। আগামী সংসদ নির্বাচনে যদি সাহসী ভূমিকা পালন করতে পারেন, দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করতে পারেন, তাহলে আগামীতে ঠাকুরগাঁওকে ঘিরে আমার পরিকল্পনা রয়েছে তা বাস্তবায় করব ইনশাআল্লাহ। যেখানে বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈকি কর্মকান্ডে বিশে প্রণোদনা দেয়া হবে। ইয়ুথ ইনোভেশন সেন্টার স্থাপন করা হবে। সরকারি ও বেসরকারি চাকরির ফ্রি কোচিং সেন্টার ও মেন্টরশিপ প্রোগ্রাম প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি ইউনিয়নে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ইন্টারনেট সুবিধাসহ ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। কৃষি ও হস্তশিল্পকে কেন্দ্র করে যুব উদ্যোক্তা গড়ে তোলা ঋন সুবিধা দেয়া হবে। তরুণ যুবকদের খোধুলা ও সাংস্কৃতিক চর্চার জন্য প্রতিটি ইউনিয়নে ইয়ুথক্লাব ও খেলার মাঠ তৈরি করা হবে। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হবে। এভাবেই আপানাদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনের নির্বাচন পরিচালক অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাবেক ঠাকুরগাঁও জেলা আমির ও ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বর্তমান ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি এস.এম আদিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম, সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, ভল্লি থানা আমির মাওলানা আব্দুর রহমান, রুহিয়া থানা আমির আব্দুল রশিদ, শহর ছাত্রশিবির সভাপতি আমজাদ আলীসহ অন্য নেতৃবৃন্দ।