বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বিশ্বাস করেননি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বিশ্বাস করেননি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিশ্বাস করেন না। আমরা সকলেই সমান, আমরা সকলেই বাংলাদেশী।
শনিবার (১৬ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা বাজার কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘এই বাংলাদেশে আমারও যেমন অধিকার, আপনাদেরও তেমন অধিকার। আমাদের সকলেরই সমান অধিকার। বিএনপি সাম্যের রাজনীতি করে, ভেদাভেদের রাজনীতি করে না। আমাদের মাঝে ধর্মের সম্প্রীতি থাকবে, আমরা সকলেই সমানভাবে বসবাস করব। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান-সবাই সমানভাবে পাবে, কেউ কম-বেশি পাবে না, এটাই বিএনপির নীতি। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকব, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, ফরিদপুর জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি বাবু অজয় কর প্রমুখ।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নগরকান্দা শাখার সভাপতি ডা: রণদা প্রসাদ সরকার।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নগরকান্দা পৌর শাখার সভাপতি গোসাই দাস সরকার।
এ সময় বক্তারা জন্মাষ্টমীর শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্ত, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।