বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী হাসান জামিনে মুক্ত

জামিন আবেদন শুনানি শেষে দু’জন জামিনদার ও ২০০ টাকার বন্ডে তাকে জামিন প্রদান করেন আদালত।

এম এ মজিদ, হবিগঞ্জ

Location :

Habiganj
জামিনে মুক্ত মাহদী হাসান
জামিনে মুক্ত মাহদী হাসান |নয়া দিগন্ত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন প্রদান করেছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, মাহদীর পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট এম এ মজিদ, অ্যাডভোকেট আব্দুল মালেক। পরে সকাল ১০টার দিকে এজলাসে আসেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মান্নান। আদালত জামিন আবেদন শুনানি শেষে দুইজন জামিনদার ও ২০০ টাকার বন্ডে মাহদী হাসানকে জামিন প্রদান করেন।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানা পুলিশ নাজমুল হাসান নয়ন নামে এক ছাত্রকে আটক করে। নাজমুল হাসান নয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তাকে ছাড়িয়ে আনতে থানায় যান মাহদী হাসান। এ সময় মাহদী হাসানের কিছু বক্তব্যে পুলিশ ক্ষুদ্ধ হয়। ৩ জানুয়ারি মাহদীকে গ্রেফতার করে পুলিশ। মাহদী গ্রেফতারের পরে হবিগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

পুলিশের সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।