কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল প্রাইমারি, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি স্কুল, ইবতেদায়ী ও দাখিল মাদরাসা এ সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোবারক হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নূর-এ-আলম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আতিকুর রহমান মাসুদ, মো: আব্দুল কদ্দুছ মোমেন, জামায়াতের সাবেক আমির মাওলানা আবুল কাশেম বিপ্লব, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সচিবসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনও বিল্লাল হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা যেন মোবাইলফোনের আসক্তি থেকে মুক্ত থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য। তাই ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর রাখতে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক ভূমিকা রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত নজরদারি করবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’