পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
জামায়াত টাঙ্গাইল
জামায়াত টাঙ্গাইল |নয়া দিগন্ত

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জামায়াত এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমির আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথি ছিলেন দলের জেলা সেক্রেটারি হুমায়ুন কবীর, জেলা নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অপরিহার্য। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ কখনোই গ্রহণ করবে না।