পাবনার ফরিদপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা, বাবা ও মেয়ে নিহত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে সোহেল রানা (২৮), তার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আউলিয়া খাতুন ও মেয়ে সুমাইয়ার মৃত্যু হয়। গুরুতর আহত সোহেল রানাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাটোরের বড়াইগ্রামে তারও মৃত্যু হয়।
ফরিদপুরের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশী হেফাজতে নেয়া হয়।
ওসি আরো জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বাগডোব এলাকায় তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।