নির্বাচনী তফসিল অনুযায়ী প্রচারণা শুরুর নির্ধারিত দিনের আগেই লাঙ্গল মার্কায় ভোট চেয়ে আচরণ বিধি লঙ্ঘন করেছেন নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সৈয়দপুরে প্রতীক প্রাপ্তি বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এই ভোট প্রার্থনা করেন।
ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে সংবাদ কর্মীরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় পার্টি প্রার্থী সিদ্দিকুল আলম নির্বাচনী ইশতেহার তথা এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন সে বিষয়গুলো তুলে ধরেন। এর আগে দ্বাদশ সংসদের এমপি হয়ে তার ৭ মাসে করা কাজের ফিরিস্তিও বর্ণনা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
সবশেষে তিনি বলেন, ‘আমার মার্কা লাঙ্গলে ভোট চাই। আপনাদের দয়ার ভোটে নির্বাচিত হলে সৈয়দপুর কিশোরগঞ্জে ব্যাপক উন্নয়ন হবে। আমার চাওয়া একটাই মৃত্যুর পর যেন মানুষ আমাকে ভালো বলে। আমার ভালো কাজের কারণে স্মরণ করে।’
ইতোপূর্বে আরো দুইবার আচরণ বিধি লঙ্ঘন করেছে জাপা প্রার্থী। কিশোরগঞ্জ উপজেলায় ঘটা এসব ঘটনায় এজন্য একবার ক্ষমা প্রার্থনাও করেছেন এবং তার এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা ও বিশালাকৃতির প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভোট চাওয়ার বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হলেও তিনি কোনো ভ্রুক্ষেপ করেননি বলে অভিযোগ উঠেছে। অনেকে মনে করছেন প্রশাসনের সহযোগিতাতেই আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা বলেন, ‘২২ জানুয়ারি থেকে মূলতঃ প্রচারণা শুরু হবে। তবে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণা শুরু হয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



