জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

এর ফলে সিকৃবি’র গবেষণার জন্য বৃহত্তর আন্তর্জাতিক দৃশ্যমানতা, বিশ্বব্যাপী কৃষি বিজ্ঞানে বাংলাদেশের অবদানের স্বীকৃতি এবং সমস্ত প্রকাশিত কাজের জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক ক্রেডিট নিশ্চিত হবে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় |নয়া দিগন্ত

জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার ইন্টারন্যাশনাল সিস্টেম ফর অ্যাগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এজিআরআইএস) ডাটাবেজে স্থান পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। খাদ্য ও কৃষি সংস্থার এ বৈশ্বিক ডাটাবেজ আনুষ্ঠানিকভাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাময়িকী ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটিকে তার বৈশ্বিক কৃষি বিজ্ঞানবিষয়ক প্ল্যাটফর্মে একীভূত করেছে। ফলে সিকৃবি’র গবেষণার জন্য বৃহত্তর আন্তর্জাতিক দৃশ্যমানতা, বিশ্বব্যাপী কৃষি বিজ্ঞানে বাংলাদেশের অবদানের স্বীকৃতি এবং সমস্ত প্রকাশিত কাজের জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক ক্রেডিট নিশ্চিত হবে। এ ডাটাবেজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে ইউনিক আইডি বিডিও প্রদান করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পাওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক রাঙ্কিংয়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। এ জার্নালের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সাময়িকীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

সিকৃবির সাময়িকীটি ডিওআই ইনডেক্সিং ও বাংলাজল প্লাটফর্মেও অন্তর্ভুক্ত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) সরাসরি তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে সাময়িকীটি প্রকাশিত হয়ে আসছে।