পাবনার চাটমোহর পৌর সদরের দুই কিশোর নিখোঁজ হয়েছে। রাতে জালসা শুনে বাড়ি ফেরার পথে তারা নিখোঁজ হয়।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ছোটশালিখা মহল্লার হাবিবের ছেলে আতিকুল (১২) ও রবিউল ইসলামের ছেলে শাহানুর রহমান হৃদয় (১২) নিখোঁজ হয়।
আতিকুল ও হৃদয়ের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল এলাকায় ইসলামী জালসা শুনতে যায় আতিকুল ও হৃদয়। মাঝ রাতের পর জালসা শেষে বাড়ি ফেরার পথে জার্দিস মোড় এলাকা থেকে নিখোঁজ হয় তারা। এদিকে জালসা ও রাত শেষ হয়ে গেলেও ছেলেরা বাড়ি না ফেরায় রোববার উভয় পরিবার আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খোঁজাখুঁজি করে। তারপরেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
ঘটনায় রোববার রাতে থানায় জিডি করেন ওই দুই কিশোরের মা।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ‘এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। কিশোরদের খুঁজে পেতে আমরা কাজ শুরু করেছি।’



