এ বছরের নভেম্বর মাসে গণভোটের আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া মোড়ে মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচিতে বক্তারা তাদের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল দ্রুত সময়ের মধ্যে নভেম্বরে গণভোটের আয়োজন করা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমখানা মন্ডলপাড়া ব্রিজে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইন উদ্দিন আহমাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও নারায়ণঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা বিভাগীয় পরিচালক ও নারায়ণঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসসহ জেলা, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমির, সেক্রেটারিসহ সহস্রাধিক নেতাকর্মী।
 


