ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের নতুন ভবনের লিফটের আন্ডারগ্রাউন্ডে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে তীব্র দুর্গন্ধ পেয়ে লিফটের নিচতলার দরজা খুলে সেখানে একটি মানুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। এরপর হাসপাতালের ওয়ার্ডমাস্টার বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানান। চার-পাঁচ দিন আগের লাশটি বেশ ফুলে গেছে ও পচন ধরেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো তার পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।