বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ভিপি সাইফুলের গণসংযোগ

গণসংযোগকালে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ও মিষ্টি বিতরণ করেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া -৬ ও বগুড়া-৭ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে মিষ্টি বিতরণ করেন সাইফুল ইসলাম।
বগুড়া -৬ ও বগুড়া-৭ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে মিষ্টি বিতরণ করেন সাইফুল ইসলাম। |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে বগুড়া-৭ আসনের বগুড়া পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের বনানী ও বগুড়া-৬ আসনের পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ও মিষ্টি বিতরণ করেন।

এ সময় সাইফুল ইসলাম বলেন, ‘বগুড়ার মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। সেই কারণে বগুড়ার মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। বগুড়ার মানুষ বার বার ধানের শীষের প্রার্থীকে ভোট দেন। সেই কারণে বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বার বার জয়লাভ করেছেন।’

এ সময় জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রুহুল আমিন সুমন, আব্দুল মতিন কাজি, যুবনেতা রাঙ্গা, ছাত্রনেতা রবিউল আওয়াল, মুন্না, শিমুল ইসলাম জকি ও আরিফিন প্রমুখ উপস্থিত ছিলেন।