সোনাগাজীতে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

চিৎকার করলে সন্তানকে গলা কেটে দেয়ার হুমকি দিয়ে স্টিলের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়সহ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজীতে প্রবাসীর ঘরে ডাকাতি
সোনাগাজীতে প্রবাসীর ঘরে ডাকাতি |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে শেখ ফরিদ নামে এক প্রবাসীর ঘরে ডাকাতির খবর পাওয়া গেছে। এতে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সোনাগাজী সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর গ্রামের সুলতান আহাম্মদের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মিলন জানান, রাতে প্রবাসী শেখ ফরিদের স্ত্রী ওয়াসরুমে গেলে মুখোশ পরা ছয়-সাতজনের একটি ডাকাত দল ঘরের বিদ্যুতের সুইস বন্ধ করে দিয়ে প্রবাসীর স্ত্রী ও সন্তানকে অস্ত্রের মুখে বন্দী করে। চিৎকার করলে সন্তানকে গলা কেটে দেয়ার হুমকি দিয়ে স্টিলের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়সহ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির পর প্রবাসীর স্ত্রী-সন্তানের চিৎকারে লোকজন ছুটে এলেও ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।

স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আমরা এ এলাকায় বর্তমানে কেউ নিরাপদ নই। চোর, ডাকাত, সন্ত্রাসী, গাজা ও মদ ব্যবসায়ীদের অত্যাচারে সাধারণ মানুষ বন্দী হয়ে পড়েছে। বার বার থানা প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো লাভ হচ্ছে না।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। বিষয়টি পরিদর্শন করে এসে মন্তব্য করব। তবে আমরা দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর।