রায়গঞ্জের মহাসড়কে ডিভাইডার দাবিতে মানববন্ধন

বুধবার (২৫ জুন) সকালে পল্লী বিদুৎ অফিসের সামনে দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ অফিসের সামনে রোড ডিভাইডার ও পাশ্ববর্তী রাস্তা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৫ জুন) সকালে পল্লী বিদুৎ অফিসের সামনে দুই ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন করেন তারা। এতে মহাসড়কের উভয়পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে ফোরলেন রাস্তার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাশ্ববর্তী রাস্তাটি অজ্ঞাত কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ ছাড়া এখানে রোড ডিভাইডার না থাকার কারণে গত তিন মাসে ৭ জন মানুষ দুর্ঘটনায় নিহত হন। ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে এই মহাসড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। পল্লী বিদুৎ অফিসের সামনে প্রায়ই ঘটছে দুঘটনা।