মঠবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বহেরাতলা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর হৃদয় (১৭) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বহেরাতলা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। তবে রাতে সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইলফোনে কল দেন। এ সময় অপর প্রান্ত থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি কল রিসিভ করে হৃদয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে পুলিশকে জানানো হয়। তবে গত দু’দিনেও হৃদয়কে উদ্ধার করতে পারেনি পুলিশ। পরে বরিশাল র‌্যাব’র কাছে সহযোগিতা চাওয়া হয়। অবশেষে আজ তার লাশ সন্ধ্যায় বস্তাভর্তি অবস্থায় পাওয়া যায়। পরে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ইন্সপ্ক্টের (তদন্ত) মো: আব্দুল হালিম জানান, এলাকাবাসী বহেরাতলার খালে লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। দুই দিন আগে অটোচালক হৃদয় নিখোঁজ হয়। পরিবার এসে তার লাশ শনাক্ত করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।