বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন

গোলাপগঞ্জে গৌছ উদ্দিন হত্যাসহ একাধিক মামলার আসামি প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন সিলেট সিটি করপোরেশন সংলগ্ন কুদরত উল্লাহ মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)

Location :

Golapganj
মুহিদুজ্জামান লাভলু
মুহিদুজ্জামান লাভলু |নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গৌছ উদ্দিন হত্যা মামলার আসামিসহ একাধিক মামলার আসামি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদুজ্জামান লাভলুকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন সিলেট সিটি করপোরেশন সংলগ্ন কুদরত উল্লাহ মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার পশ্চিমভাগ মোড়ারকিয়ার গ্রামে এবং ৮ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গৌছ উদ্দিন হত্যা মামলার (মামলা নং-৯) আসামি। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দায়েরকৃত হত্যা মামলা নং-১০, জিআর-১৩৮/২০২৪, মামলা নং-১২, জিআর-১৪০/২০২৪-এর এজহারভুক্ত আসামি।

গ্রেফতারকৃত মুহিদুজ্জামান লাভলুকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।