বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বগুড়া শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ‘আগামীতে যদি দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের হাতে রাষ্ট্রক্ষমতা চলে যায় তবে বাংলাদেশ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।’
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ শেষে উপশহর বাজার মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
আবিদুর রহমান সোহেল বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সঙ্কট হলো দুর্নীতিমুক্ত নেতৃত্ব। দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে বাংলাদেশ বার বার পথ হারিয়েছে। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।’
পথসভায় শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আজগর আলী, ১৬ নম্বর ওয়ার্ড আমির রেজাউল করিম রেজা, নায়েবে আমির সুমন, সেক্রেটারি সুমন, ১৮ নম্বর ওয়ার্ড আমির ইব্রাহিম হোসেন, যুব বিভাগের সেক্রেটারি এ এইচ এম শফিক ও শ্রমিক নেতা জিয়া আলম প্রমুখ উপস্থিত ছিলেন।



