লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে অগ্রাধিকার দেয়া হবে।’
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের শহীদ আবু সাঈদ অডিটরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ‘এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীভাঙ্গন বন্ধ হওয়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে।’
তরুণদের বিষয়ে তিনি বলেন, ‘তরুণরা মাদকের দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে যদি আইটি প্রশিক্ষণ দেয়া যায়, তাহলে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি নির্বাচিত হলে এলাকায় কেউ বেকার থাকবে না ইনশাআল্লাহ।’
বুড়িমারী স্থলবন্দরের সাথে পাঁচ দেশের যোগাযোগ ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ, ভারত, চীন, ভুটান ও নেপালের সাথে যোগাযোগ থাকায় আধুনিকায়ন করা গেলে এ বন্দর দিয়ে এসব দেশের পণ্য আমদানি-রফতানি হবে। তখন এ এলাকার চিত্র পাল্টে যাবে।’
উপজেলা আমির হাফেজ শোয়াইব আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, সাবেক পৌর আমির মাসুদ আলম, পৌর সেক্রেটারি মীরু হাসান প্রমুখ।



