সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালী ১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা সাইফুল্লাহ বলেছেন, ‘জামায়াতে ইসলামী জান্নাতের টিকেট বিক্রি করে না। সকল শ্রমজীবী, পেশাজীবি, সাধারণ মানুষ দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর যথোপযুক্ত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানসহ জীবনমান উন্নয়নে প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে, মসজিদভিত্তিক মক্তব চালুসহ সকল ধর্মীয় (অমুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানসহ) সকল প্রতিষ্ঠানে চাকরিরত ব্যক্তিবর্গের যথাযোগ্য সম্মান ও বেতন ভাতা নিশ্চিত করবো।’
তিনি আরো বলেন, ‘আমি নির্বাচিত হলে চাটখিল-সোনাইমুড়ির বেকার যুবকদের কম্পিউটার ট্রেনিং ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, দাঁড়িপাল্লা জয়লাভ করলে সড়কে সকল প্রকার চাঁদাবাজি মুক্ত রাখবো, মহিলাদের জন্য হস্ত ও কুটির শিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি করব, সোনাইমুড়িতে বৃহৎ শিল্প স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন করব, চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কটির ৪ লেনে উন্নীত করা হবে।’
এর আগে নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সাইফুল্লাহে নেতৃত্বে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে পৌর এলাকার সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদরাসা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রক্ষিণ করে। পুনরায় মাদরাসার চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা শাখার আমির ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মোল্লা। এতে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাওলানা সাইফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- সোনাইমুড়ি উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, পৌরসভা আমির আব্দুল মতিন, উপজেলা নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ বাকের, সাবেক ভাই চেয়ারম্যান সাহাব উদ্দিন।



