কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘গত ১৭ বছর যারা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও দল ছেড়ে যায়নি তাদের নেতৃত্বে আনতে হবে। এটা তাদের অধিকার। বিগত দিনে দলকে ভাঙ্গার জন্য অনেক চেষ্টা হয়েছে। কিন্ত আমাদের নেত্রী তৃণমূলের সাথে সরাসরি কথা বলেছেন। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির চালিকাশক্তি। ষড়যন্ত্র করেও বিএনপিকে কেউ ভাঙতে পারেনি‘
শুক্রবার (২৫ জুলাই) কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয় মাঠে চৌদ্দগ্রাম বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক স্বপন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা: নজরুল ইসলাম শাহীন, হুমায়ন কবির, জেলা বিএনপি নেতা নবী নেওয়াজ, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য আবদুর রাজ্জাক রাশেদ।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিজাম উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন মজুমদার, বিএনপি নেতা শাহ আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিউদ্দিন নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক সম্মেলনে নিজাম উদ্দিন মিয়াজী সভাপতি, ইয়াসিন মোল্লা সাধারণ সম্পাদক ও শাহ আলম সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।