ড. আসাদুজ্জামান রিপন

‘তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা আগেই প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ভালো আলামত নয়’

‘এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত খুঁজে বের করে বিচার চাই।‘

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
বিভিন্ন দাবিতে আয়োজিত মানববন্ধন
বিভিন্ন দাবিতে আয়োজিত মানববন্ধন |নয়া দিগন্ত

নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার আগেই একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ভালো আলামত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজং উপজেলার রানীগাঁও-শিমুলিয়া পদ্মাপাড়ে স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে বিভিন্ন দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘একটি মহল বাংলাদেশের গণতান্ত্রিক রুপান্তর চায় না। যারা ভবিষ্যতে দেশে একটি নির্বাচিত সরকার দেখতে চায় না সেই সন্ত্রাসীগোষ্ঠী ও যড়যন্ত্রকারী মহল দেশে নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা করছে। আজকে ঢাকায় হাদীর উপর গুলির ঘটনা তারই বহিঃপ্রকাশ। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত খুঁজে বের করে বিচার চাই।‘

অনতিবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ৫ আগস্টের সময়ে নানা পর্যায়ে থানা থেকে কয়েক হাজার অস্ত্র লুট হয়েছিল। এসব অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের জন্য সরকারের তরফ থেকে কঠিন পদক্ষেপ আমরা চাই। অনতিবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই। নির্বাচনের পরিবেশ যেন বিঘ্নিত না হয় সেজন্যও আমরা আহ্বান জানাই।’

নির্বাচন কমিশনের প্রতি উদ্দেশ করে তিনি বলেন, ‘একটি নির্বাচনের পরিবেশ যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আশ্বস্ত হতে চাই।’

এছাড়া মানববন্ধনে তিনি শিমুলিয়া পদ্মাপাড়ে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট নির্মাণে দৃশ্যমান পদক্ষেপ ও তথাকথিত শিমুলিয়া ঘাটের ইজারা বাতিল, দুর্নীতিবাজ শিমুলিয়া পোর্ট অফিসারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থা গ্রহণসহ ভূমিদস্যু, বালুদস্যু, চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

এ সময় লৌহজং উপজেলা বিএনপি নেতা শেখ মো: কামাল খান, মোশাররফ হোসেন নসু, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তপু, মাসুদ শেখসহ স্থানীয় বিএনপি ও দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া শিমুলিয়া, রানীগাঁও ও খড়িয়া গ্রামের স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ অংশ নেন।