ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদ পুনর্মিলনীর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে।
সোমবার (৯ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ভোলা-৩ আসনের আগামী নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির কেন্দ্রীয় সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈমকে জামায়াতের শত শত নেতাকর্মীরা কুঞ্জেরহাট থেকে মোটরসাইকেল বহরের মাধ্যমে তজুমদ্দিনে নিয়ে আসেন। পরে বিকেল ৫টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে তজুমদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ, প্রধান বক্তা ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম, বিশেষ অতিথি ভোলা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আক্তার উল্যাহ, মাওলানা মো: আব্বাছ উদ্দিন, লালমোহন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আব্দুল হক, ভোলা জেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মো: জসিম উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আমির সফিকুল ইসলাম, সোনাপুর ইউপির আমির আ: রহিম, শম্ভুপুর ইউপির আমির মাওলানা আ: বারি, চাঁচড়া ইউপির সভাপতি মাওলানা মো: নোমান, মলংচড়া ইউপির সভাপতি জাকির হোসেন শামিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন তজুমদ্দিন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মো: মহিউদ্দিন। পরে ভোলা সংস্কৃতি কেন্দ্রের পরিচালনায় ও আব্দুল আজিজের নেতৃত্বে শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
এ সময় ভোলা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ বলেন, ‘আমাদের দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির কেন্দ্রীয় সেক্রেটারি ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের প্রার্থী মুহা. নিজামুল হক নাঈমকে সমর্থন দিয়েছে। তাই আগামী নির্বাচনে আপনারা জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থীকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন বলে আমি বিশ্বাস করি। শত জুলুম-নির্যাতনের পরেও যেহেতু জামায়াত ইসলামি স্ব-মহিমায় টিকে রয়েছে।’
জামায়াত সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম বলেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির প্রার্থী হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামি ভোলা-৩ আসনে আমাকে সমর্থন দিয়েছে। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে ভোলা-৩ আসন থেকে চাঁদাবাজ, লুটতরাজ, দখলবাজ, মাদক ও সন্ত্রাসী নির্মূলে কাজ করব। তজুমদ্দিন-লালমোহন তথায় ভোলা-৩ আসনে হবে শান্তির জনপদ এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি।’