ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ২টি পিস্তল ও গুলি উদ্ধার

রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

রাফিক সরকার, ঠাকুরগাঁও

Location :

Thakurgaon
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি |নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দু’টি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২১ ডিসেম্বর) গভীর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি একটি ৯ এমএম বোরের বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিনসহ ১৭ রাউন্ড তাজা গুলি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।