হাফিজ মাওলানা ফখরুল ইসলাম

নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়তে ইসলামী শিক্ষার বিকল্প নেই

‘নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তুলতে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, বরং জীবন গঠনের জন্য। দ্বীনি শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে।’

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার সিনিয়র মাদরাসায় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম
বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার সিনিয়র মাদরাসায় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম |নয়া দিগন্ত

হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তুলতে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, বরং জীবন গঠনের জন্য। দ্বীনি শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে।’

বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার সিনিয়র মাদরাসায় বুধবার (১২ নভেম্বর) দুপুরে বার্ষিক শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো: সুলতান আহমদ, জনাব আকাব উদ্দিন, প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল আলম, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, মাওলানা শাহেদ আহমদ ও ওলিউর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্দুল হক।

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে।