ফেনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রোববার (১৩ জুলাই) মোমারিজপুর গ্রামের আবদুর রৌপ ম্যানেজার বাড়িতে এ ঘটনা ঘটে।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
মৃত শিশু ইয়াছির
মৃত শিশু ইয়াছির |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের পানিতে ডুবে মোহাম্মদ ইয়াছির (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জুলাই) মোমারিজপুর গ্রামের আবদুর রৌপ ম্যানেজার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ইয়াছির একই বাড়ির পূবালী ব্যাংক ফেনীর মহিপাল শাখার অফিসার খালেদ সিনহা রাসেলের ছেলে বলে জানা গেছে।

বেলায়েত হোসেন জাবেদ বলেন, সকাল সাড়ে ১১টার দিকে সবার নজর এড়িয়ে খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। পরে খোঁজাখুঁজি করে পানিতে লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।