রাজবাড়ীর কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউপির মোহনপুর বিলে জলাবদ্ধতা থাকায় ৫টি গ্রামের ৪হাজার তিন ফসলি জমির কৃষি কাজ বিগত তিন বছর ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে ওই ৫ গ্রামের ৫শতাধিক নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে পাটবাড়ী গ্রামের খালটি পুনঃখনন করেছে। এ সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় উপস্তিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণ করে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে আলহাজ আমেনা খাতুন বিদ্যাপীঠ স্কুলের সামনের সড়কে কয়েক হাজার কৃষক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে, পরে ভেকু মেশিন সাথে নিয়ে শত শত কৃষক নিজেরাই খাল পুনঃখননে নেমে পড়েন।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানান, গ্রামবাসীদের তথা কৃষকদের দাবি ন্যায় সংগত তবে আলোচনার মাধ্যমে খান পুনঃখননের কথা আমরা বলছি তবে কৃষকরা তাদের দাবির পক্ষে অনড়।



