ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চরধলহরা গ্রামে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে সোয়াদ হোসেন মণ্ডল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরধলহরা গ্রামে এ ঘটনা ঘটে।
সোয়াদ হোসেন চরধলহরা গ্রামের আলম মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
প্রতিবেশী ফারুক হোসেন জানান, সোহাগ হোসেন রাতে নিজ ঘরে ঘুমিয়েছিল হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে সেখানে গেলে দেখা যায় তাকে সাপে কামড় দিয়েছে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মিথ্যা ঘোষণা করে।