নারায়ণগঞ্জে ৪ বছর পর এ টি এম কামালকে দলে ফেরালো বিএনপি

আওয়ামলীগের শাসনামলের রাজপথে মিছিল মিটিং করতে গিয়ে ব্যাপক পুলিশি নির্যাতনের শিকার হন এ টি এম কামাল। তার বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকার দায়ের করে অনেক মামলা।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জে ৪ বছর পর এ টি এম কামালকে দলে ফেরালো বিএনপি
নারায়ণগঞ্জে ৪ বছর পর এ টি এম কামালকে দলে ফেরালো বিএনপি |নয়া দিগন্ত

প্রায় ৪ বছর পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়েছে বিএনপি।

আওয়ামলীগের শাসনামলের রাজপথে মিছিল মিটিং করতে গিয়ে ব্যাপক পুলিশি নির্যাতনের শিকার হন এ টি এম কামাল। তার বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকার দায়ের করে অনেক মামলা। দীর্ঘদিন জেলও খেটেছেন তিনি। সেময় এ টি এম কামালের ওপর পুলিশের নির্যাতনের ভিডিও দেশব্যাপী আলোচিত হয়।

অবশেষে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে ও বিবেচনায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক এ টি এম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। ২০২২ সালের ১৮ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কামালকে বহিষ্কার করে বিএনপি।

সে সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন(নাসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী অ্যাজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই এক বুক অভিমান নিয়ে স্ত্রীকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান কামাল।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে নয়া দিগন্তের সাথে কথা বলেন এ টি এম কামাল।

দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমৃত্যু আমি বিএনপির সাথে থাকবো । দল আমাকে যে সম্মান দেখিয়েছে আমি দলের জন্য আমার জীবন উৎসর্গ করলাম। শীঘ্রই দেশে ফিরবেন জানিয়ে কামাল বলেন, ‘আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে নেতাকর্মীরা ফোন করে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তাতে আমি অভিভূত।’

এসময় তিনি আগামী দিন দলের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।