সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের গুরুদাসপুর উপজেলা ইসলামী আন্দোলনের সদস্য গোলাম মোস্তফা কামালের কবর জিয়ারত শেষে তার পরিবারের হাতে আর্থিক সহয়তা দিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো: ফয়জুল করিম (চরমোনাই পীর)।
মঙ্গলবার বিকেলে শহরের পার-গুরুদাসপুর মহল্লায় গিয়ে মরহুমের পরিবারের খোঁজখবর নেন এবং তার স্ত্রীর হাতে নগদ এক লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহাবুবুর রহমান, রাজশাহী ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুন্নবী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ক্বারী মকবুল হোসাইন, রাজশাহী মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো: ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে চরমোনাই পীর মুফতি সৈয়দ মো: ফয়জুল করিমকে স্বাগত জানাতে উপজেলার নয়াবাজার বিশ্বরোড মোড়ে মোটরসাইকেলের শোডাউন নিয়ে হাজির হন দলের নেতাকর্মীরা। পরে মরহুমের কবর জিয়ারত ও সহায়তা দিয়ে নাটোর জনসমাবেশে যোগ দেন চরমোনাই পীর।