জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘মহান বিজয়ের মাস হিসেবে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজন করেছে দেশাত্মবোধক গানের রোড শো। সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে বিনোদনের পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম প্রকাশ করতেই এ আয়োজন। দেশাত্মবোধক গানের মাধ্যমে দেশের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের অনুভূতি জাগাতেই আজকের আয়োজন।’
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দেশাত্মবোধক গানের রোড শো অনুষ্ঠান উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোড শো অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাঁচলাইশ আমির মাহবুবুল হাসান রুমী, চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান ও কবি আব্দুল গফুর প্রমুখ।
রোড শোতে চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমির শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশনা করেন।
শহরের জামিয়াতুল ফালাহ থেকে শুরু করে একটি ট্রাক সিআরবি মোড়, বাদামতল মোড়, বড় পোল, বন্দর মোড়, ইপিজেড মোড় ও কাঠগড় মোড় হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত; অপর আরেকটি ট্রাক নিউমার্কেট, আন্দরকিল্লা মোড়, গুলজার মোড়, বহদ্দারহাট, কালামিয়া বাজার ও নতুন ব্রিজ গিয়ে শেষ হয়।



