দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্চারামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নকিবুল হুদা বলেছেন, ‘আমরা জনগণের নেতা নয়, জনগণের সেবক হতে চাই।’
তিনি বলেন, জনগণের সমর্থন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে বাঞ্ছারামপুরকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, দুর্নীতি-চাঁদাবাজি-মাদকমুক্ত এলাকায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের সাথে জনসংযোগ ও কুশল বিনিময়কালে তিনি এসব অঙ্গিকার করেন।
দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মো: নকিবুল হুদা রূপসদী ইউনিয়নের জামাই বাজার, হোগলা কান্দি বাজার ও খাউরপুর এবং ছলিমাবাদ ইউনিয়নের খাককান্দা গ্রামের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে দিনভর কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছেন বলে সাংবাদিকদের জানান।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন- রূপসদী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুল ইসলাম, সেক্রটারি মো: নাহিদ কামাল দেলোয়ার, জামায়াত নেতা মো: জাহাঙ্গীর আলম, মো: ময়নাল হোসেন, মো: আল মামুন মুন্সী, আব্দুল হান্নান, জহিরুল ইসলাম, মো: বায়েছ মিয়া ও মো: আমির হামজা প্রমুখ।