অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। নানা ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক।
এ সময় শিক্ষার্থীরা বলেন, টানা এক মাস ধরে তারা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস তারা পাননি। যার কারণে এবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন তারা।
অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সঙ্কট নিরাসনের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয় বিসি ড. মোহাম্মদ তৌফিক আলমের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
ভিসি ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, আশা করছি আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান কাজ শুরু হবে। ফিজিবিলিটি স্টাডিসহ আনুষাঙ্গিক যে কাজ আছে তা শুরু করতে হলেও দুই থেকে তিন মাস সময় লাগবে। এরপর থেকে শিক্ষার্থীরা তাদের যে দাবি সেগুলো দৃশ্যমান হবে।
তিনি আরো বলেন, ‘আমরাও চাচ্ছি যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো দূর হোক।’