ধামরাইয়ে ৫ অবৈধ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ সময় একটি ইটভাটার চিমনি পুরোপুরি ধ্বংস করা হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বিসিক শিল্পাঞ্চল এলাকায় একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয়
ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বিসিক শিল্পাঞ্চল এলাকায় একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয় |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ সময় একটি ইটভাটার চিমনি পুরোপুরি ধ্বংস করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক শিল্পাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেসার্স এ কে খান ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স ইউএসএ ব্রিকস, মেসার্স হালিমা ব্রিকস ও মেসার্স ডাউটিয়া ব্রিকস কর্তৃপক্ষকে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ছয় লাখ টাকা করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেসার্স সান ব্রিকসের চিমনি ভেঙে দেয়া হয়।

পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: নাজমুল হোসেন বলেন, ‘পরিবেশ অধিদফতরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা ঢাকা জেলার ধামরাই উপজেলার বিসিক শিল্পাঞ্চল এলাকার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছি।’

তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত পাঁচটি ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে সান ব্রিকস নামে একটি ভাটার চিমনি পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভাটাটির কোনো পরিবেশগত ছাড়পত্র ছিল না এবং ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের লাইসেন্সও ছিল না। সে কারণেই ভাটাটি পুরোপুরি অবৈধ হিসেবে চিহ্নিত করে ভেঙে দেয়া হয়েছে। অপর একটি ভাটার কিলন ও প্রস্তুতকৃত ইট নষ্ট করা হয়েছে। পাশাপাশি এসব ভাটাকে ছয় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপর তিনটি অবৈধ ভাটাকেও ছয় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।’

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।